হোম > ছাপা সংস্করণ

বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনুকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে শিবগঞ্জ ডাকবাংলোর সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বজলার রশিদ সনু, কানসাট ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সোহেল পারভেজ পাপ্পু, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকীসহ অন্যরা।

বক্তারা বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত ও অপমান করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আওয়ামী লীগের নেতা আতিকুল ইসলাম টুটুল খানের বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিষয়টি নিয়ে বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু বলেন, গত ১৬ ডিসেম্বর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মঞ্চে বক্তব্য দেন তিনি। বক্তব্যের একপর্যায়ে গত ৩০ নভেম্বর অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনের বিষয়ে কিছু বলতে যাওয়ার সময় মঞ্চে থাকা আওয়ামী লীগের নেতা আতিকুল ইসলাম টুটুল খান দ্রুত তেড়ে এসে মাইক্রোফোন সরিয়ে দিয়ে তাঁকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন। আঙুল উঁচিয়ে বলে, ‘তুই এসব কী বলছিস? বক্তব্য বন্ধ কর; মঞ্চ থেকে নাম।’

তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে গত ৩০ নভেম্বর অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে আপত্তিকর বক্তব্য দিচ্ছিলেন বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু। ওই সময় তিনি তাঁকে বক্তব্য বন্ধ করতে বলেছেন।

এদিকে উপজেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদের মধ্যে ব্যাপক সমালোচনা হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ