ওসমানীনগরে ফুটপাত দখলসহ বিভিন্ন অপরাধে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা। তাঁকে সহযোগিতা করেন উপজেলার গোয়ালাবাজারে শেরপুর হাইওয়ে থানা–পুলিশ এবং ওসমানীনগর থানা–পুলিশ।
অভিযানে রাস্তার পাশে ফুটপাথ দখল করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার দায়ে চির প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ হাজার টাকা এবং সড়ক পরিবহন আইনে মোটরসাইকেলচালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলিমা রায়হানা বলেন, অবৈধভাবে ফুটপাথ দখল করে ব্যবসায় করায় ব্যবসায়ীদের সর্তকতামূলক জরিমানা করা হয়েছে।