হোম > ছাপা সংস্করণ

এসপি-ওসির বিরুদ্ধে হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন ও খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের বিরুদ্ধে একের পর এক মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) করে হয়রানির অভিযোগ করেছেন খলিলুল্লাহ আজাদ মিল্টন নামের এক ব্যবসায়ী। তিনি ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গেও জড়িত।

গতকাল রোববার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে মিল্টন এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে অভিযোগকারী বলেন, গত বছরের শুরুতে পুলিশের ত্রাণ তহবিলের জন্য এসপির নাম করে খানসামা ওসি থানার কামাল হোসেন পাঁচ লাখ টাকা দাবি করেন তার কাছে। টাকা দিতে না চাইলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। তারপর থেকে এখন পর্যন্ত তার বিরুদ্ধে ১৪টি মামলা ও ৫টি জিডি করা হয়।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, মিল্টন একটা বিশ্বমানের বাটপার ও প্রতারক। আমাদের হয়রানি ও প্রশাসনকে হয়রানি করার জন্য, এই বানোয়াট কথাগুলো বলছে, এটার মধ্যে বিন্দুমাত্র সত্যতা নেই।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, মিল্টন বিভিন্নজনের কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন। ভুক্তভোগীরা পরে থানার আশ্রয় নিয়েছে। পুলিশের কাজ জনগণের সহযোগিতা করা। এটা যদি মিল্টন মনে করে তাকে হয়রানি করা হচ্ছে, সেটা তার ব্যক্তিগত মতামত।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ