পঞ্চগড়ের বোদা উপজেলায় ২২ হাজার টাকার জাল নোটসহ আফরোজা আক্তার ওরফে রুমা (২২) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বোদা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার টাকার ২২টি জাল নোট জব্দ করা হয়।
ওই নারীর সঙ্গে থাকা তাঁর চার সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। গ্রেপ্তার তরুণীর বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের বড়বাগ (উত্তরপাড়া) গ্রামে। তিনি ওই গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে। এ ঘটনায় বোদা থানার এসআই আবু বকর সিদ্দিক বাদী হয়ে ৫ জনকে আসামি করে মামলা করেছেন।
বোদা থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, মামলার অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।