কালকিনি উপজেলায় হানাদার মুক্ত দিবস আজ বুধবার। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের তুমুল প্রতিরোধের মুখে কালকিনি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় পাকিস্তানি হানাদার বাহিনী।
দিবসটি উপলক্ষে ৮ ডিসেম্বর দিনব্যাপী উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক কমান্ডার আব্দুল জলিল বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের পুরো সময় উপজেলা জুড়ে হানাদার বাহিনী, রাজাকার, আলবদরদের হত্যা, লুটপাট ও ধর্ষণের মতো বর্বরতা চলে। এই উপজেলা হানাদার মুক্ত করতে মুক্তিযোদ্ধারা দীর্ঘ ৯ মাস সংগ্রাম করেন। উপজেলার বিভিন্ন স্থানে হানাদার বাহিনীর সঙ্গে কয়েকটি মুখোমুখি যুদ্ধ হয়। একপর্যায়ে লালপোল হানাদার বাহিনীর শক্ত ঘাঁটিতে মুক্তিযোদ্ধারা আক্রমণ করেন। পরে পাকিস্তানি হানাদার বাহিনী পালিয়ে যেতে বাধ্য হয়।