হোম > ছাপা সংস্করণ

শুকিয়ে মরে যাচ্ছে পেয়ারাগাছ

চারঘাট প্রতিনিধি

চারঘাটে ‘ব্যাকটেরিয়া উইল্ড’ নামক রোগের আক্রমণ ঘটেছে বাগানের নতুন পেয়ারাগাছে। এতে গাছগুলো শুকিয়ে মরে যাচ্ছে। বিভিন্ন ধরনের ছত্রাক প্রতিষেধক ব্যবহারেও মিলছে না সুফল। রোগের সংক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন পেয়ারাচাষিরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চারঘাট উপজেলায় ২৩০ হেক্টর জমিতে পেয়ারার বাগান রয়েছে। সম্প্রতি উপজেলার থাই পেয়ারার বাগানে ব্যাকটেরিয়ার সংক্রমণ দেখা দেয়। এতে গাছ শুকিয়ে মরে যাচ্ছিল। তখন কৃষকেরা বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। সাধারণ কীটনাশক ব্যবহারে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেছিলেন। কিন্তু সম্প্রতি ব্যাকটেরিয়ার সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করেছে। এমনকি কৃষি সম্প্রসারণ বিভাগের দ্বারস্থ হয়েও প্রতিকার পাচ্ছেন না কৃষকেরা।

শলুয়া ইউনিয়নের রাওথা গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, চার বছর ধরে পেয়ারা চাষ করছেন তিনি। এর আগে গাছের বয়স ৫ থেকে ৬ বছর হলে মরে যেত। কিন্তু এখন নতুন গাছই মরে যাচ্ছে। এ বছর সাত বিঘা জমিতে পেয়ারা চাষ শুরু করেন তিনি। জমিতে অনেক গাছের পাতা শুকিয়ে মরে যাচ্ছে। গত ২০ দিনে তাঁর বাগানের ৪০টি গাছ মরে গেছে।

নিমপাড়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের পেয়ারাচাষি খায়রুল ইসলাম বলেন, জমি লিজ নিয়ে পেয়ারার বাগান করেছেন তিনি। এ অবস্থায় ব্যাপক ক্ষতির মুখে পড়তে হতে পারে তাঁকে।

শলুয়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা শামীম রেজা জানান, এ ধরনের রোগকে বৈজ্ঞানিক ভাষায় ব্যাকটেরিয়া উইল্ড বলে। এই রোগে আক্রান্ত গাছ শিকড় দিয়ে পানি ও খাবার নিতে পারে না। এতে গাছ দ্রুত শুকিয়ে মরে যায়। জৈব জীবাণুনাশক জাতীয় ওষুধ প্রয়োগ করলে উপকারী ব্যাকটেরিয়া মাটির কার্যকারিতা কিছুটা বাড়ায়। তবে বৈজ্ঞানিক গবেষণায় দেখা যায়, গাছটি মাটি থেকে উঠিয়ে চুন দিয়ে মাটি শোধন করে নতুন গাছ লাগালে ঝুঁকি কম থাকে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ