হোম > ছাপা সংস্করণ

সেতুর দাবি পূরণ হয় না

পটুয়াখালীর বাউফলের বগা ইউনিয়নের কৌখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন গ্রামবাসী। এলাকাবাসী সেখানে একটি সেতু নির্মাণের দাবি জানালেও স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উদ্যোগ নেননি।

জানা যায়, উপজেলার বগা ইউনিয়নের কৌখালী বাজার ও কৌখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের জন্য গ্রামবাসী কয়েক বছর আগে এ সাঁকো নির্মাণ করেন।

কৌখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ফাতেমা, মারিয়া ও জান্নাতুল জানায়, প্রতিদিন এই সাঁকো পার হয়ে বিদ্যালয়ে যাওয়া-আসা করে তারা। সম্প্রতি এক শিক্ষার্থী সাঁকো পারাপারের সময় খালে পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন বলেন, ‘প্রতিদিন ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা এই সাঁকো পারাপার হচ্ছে।’

বগা ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান বলেন, প্রাথমিকভাবে পুরোনো সেতুর লোহার বিম অ্যাঙ্গেল দিয়ে একটি সেতু বানালে পরিবারগুলো উপকৃত হবে।

এলজিইডির বাউফল উপজেলা প্রকৌশলী সুলতান হোসেন বলেন, এলাকাটি পরিদর্শনের পর গুরুত্ব বিবেচনা করে সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ