২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণের দিন আজ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হবে। এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণের সাংস্কৃতিক পর্বের উপস্থাপনা করবেন ফেরদৌস ও পূর্ণিমা। এ নিয়ে ষষ্ঠবারের মতো অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ফেরদৌস। আর পূর্ণিমা চতুর্থবার। পূর্ণিমা বলেন, ‘চারবারের মধ্যে একবার শুধু চঞ্চল চৌধুরীর সঙ্গে উপস্থাপনা করেছিলাম। বাকি তিনবারই ফেরদৌসের সঙ্গে। রাষ্ট্রীয় যেকোনো অনুষ্ঠান উপস্থাপনা করার মধ্যে ভীষণ ভালো লাগা কাজ করে। একজন শিল্পী হিসেবেও ভীষণ সম্মানিত বোধ করি।’ ছবি: গোলাম সাব্বির