জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় একক লোকনৃত্যে ‘ক’ গ্রুপে সেরা দশে স্থান পেয়েছে মিঠাপুকুর উপজেলার জান্নাতুল লামইয়া। বিশ্ব শিশু দিবস উদ্যাপন উপলক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
লামইয়াকে উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ের প্রতিযোগিতায় লড়াই করে জাতীয় পর্যায়ে অংশ নিতে হয়েছে বলে জানিয়েছেন উপজেলা শিশুবিষয়ক কর্মকর্তা এম এ ওয়াহেদ।
ওয়াহেদ জানান, লামইয়া উপজেলার বেগম রোকেয়া শিশু নিকেতনের দ্বিতীয় শ্রেণির এবং মিঠাপুকুর শিশু একাডেমির নৃত্য বিভাগের শিক্ষার্থী। গত ২৮ অক্টোবর ঢাকায় আনুষ্ঠানিকভাবে তাঁকে পুরস্কৃত করা হয়। বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ সম্মাননা ক্রেস্ট ও সনদ দেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।
লামইয়া বর্তমানে কয়েকটি চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে অভিনয়ের সুযোগ পেয়েছে। সে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মিঠাপুকুর গ্রামের দুদু মিয়া ও নুর বানু বেগমের মেয়ে। নুর বানু তাঁর মেয়ের জন্য দোয়া চেয়েছেন।