হোম > ছাপা সংস্করণ

ফুলছড়িতে নতুন বই পায়নি অনেক শিক্ষার্থী

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়িতে কয়েক হাজার শিক্ষার্থী এখনো পায়নি নতুন বই। প্রাথমিকে প্রথম থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা কিছু বই পেলেও ষষ্ঠ ও সপ্তম শ্রণির শিক্ষার্থীদের অনেকেই বই পায়নি। তবে, শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে সব শিক্ষার্থীর হাতে নতুন বই দেওয়া হবে।

প্রাথমিক ও মাধ্যমিক অফিস সূত্রে জানা গেছে, ফুলছড়ি উপজেলার ১২৯টি প্রাথমিক বিদ্যালয়, ১৮টি কিন্ডারগার্টেন, দুটি এনজিও সংস্থা পরিচালিত বিদ্যালয় ও ১৭টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর হাতে অন্য বছরে শুরুতেই নতুন বই তুলে দেওয়া হলেও এ বছর তা সম্ভব হয়নি। জানুয়ারি মাসের অর্ধেক পেরিয়ে গেলেও পঞ্চম শ্রেণি ছাড়াও চতুর্থ শ্রেণির ইংরেজি, তৃতীয় শ্রেণির গণিত ও বিজ্ঞান বই এখনো সরবরাহ করা হয়নি। এ ছাড়া মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ শ্রেণির ১৪টি বইয়ের মধ্যে একটি, সপ্তম শ্রেণির ১৪টি বইয়ের মধ্যে সাতটি ছাড়া অন্য বইগুলো এখনো শিক্ষার্থীরা হাতে পায়নি।

ফুলছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম কামরুজ্জামান বিষয়টি স্বীকার করে বলেন, ‘ছাপাখানা থেকে এখনো বই উপজেলায় দেওয়া হয়নি। আমরা ছাপাখানার লোকজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। এ সপ্তাহে না পেলে বিকল্পভাবে দ্রুত বই এনে শিক্ষার্থীদের দেওয়া হবে।’

ফুলছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মনিরুল হাসান বলেন, ‘চাহিদা অনুযায়ী এখনো নতুন বই সরবরাহ করা হয়নি। তাই যতটুকু আসছে আমরা তা-ই স্কুলগুলোতে সরবরাহ করছি।’ তিনি প্রাপ্তিসাপেক্ষে আগামী সপ্তাহে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বই শিক্ষার্থীদের সরবরাহ করা হবে বলে আশ্বস্ত করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ