হোম > ছাপা সংস্করণ

করোনার সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত রোগী

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে করোনা শনাক্ত কয়েক দিনে বেড়েছে। সেই সঙ্গে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা; বিশেষ করে জ্বর-সর্দি-কাশি দেখা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ জেড মো. ছলিম।

স্বাস্থ্য কর্মকর্তা বলেন, দেশজুড়ে শৈত্যপ্রবাহ চলছে, বিশেষ করে পাহাড়ে এর তীব্রতা বেশি। সপ্তাহ শেষে দেশের অন্যান্য এলাকার মতো নাইক্ষ্যংছড়ি হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর পাশাপাশি করোনা রোগীর সংখ্যা বাড়ছে।

মো. ছলিম বলেন, ‘করোনার নমুনা পরীক্ষা করাতে অনেকে ভয় পান, আবার অনেকে অবহেলা করে নমুনা দিতে আসেন না। এ কারণে নমুনা পরীক্ষার সংখ্যা কম।’

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, গত ২৪ ঘণ্টায় নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন ৪ জন। তাঁদের সবার করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৬ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়। গত ১ সপ্তাহে নমুনা দেন ২৬ জন। তাঁদের মধ্যে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া হাসপাতালে কোয়ারেন্টিনে রয়েছেন ৭ জন। তবে করোনা বাড়তে থাকায় শুরু থেকে এ পর্যন্ত উপজেলায় শনাক্ত হয়েছে ২৯১ জনের। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২৭৬ জন।

এদিকে করোনা সংক্রমণ রোধে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা ফেরদৌস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ হ্যান্ড স্যানিটাইজার, মাস্কসহ নানা সুরক্ষা সামগ্রী বিতরণ করছে। এ ছাড়া এই কার্যক্রমের আরও পরিকল্পনা হাতে নিয়েছেন বলে প্রতিষ্ঠান দুটি সূত্রে জানা গেছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ