কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রামের কর্ণফুলীর জুলধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চার প্রার্থী ও সমর্থককে ১০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার সন্ধ্যায় জুলধা এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আকতার।
যাঁদের জরিমানা করা হয়েছে তাঁরা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুরুল হকের সমর্থক মোহাম্মদ আলী, বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান রফিক আহমদ, মুহাম্মদ মুছা ও ইউপি সদস্য নুরুল ইসলাম নুরু।