রাজশাহী মহানগর পুলিশের (আরএমপির) মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন নভেম্বর মাসের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক তাঁর হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক তুলে দেন।
এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে আরএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে অক্টোবর মাসেও আরএমপির শ্রেষ্ঠ ওসি হয়েছিলেন আনোয়ার আলী তুহিন।
বৃহস্পতিবারের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার, উপ-কমিশনারসহ অন্যান্য ক্যাটাগরিতেও শ্রেষ্ঠ হওয়া কর্মকর্তাদের সম্মাননা জানানো হয়।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলার অগ্রগতির স্বীকৃতি হিসেবে প্রতি মাসে এ সম্মাননা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপির কমিশনার আবু কালাম সিদ্দিক।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মজিদ আলী, উপপুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান, উপপুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন প্রমুখ।