মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। গতকাল বুধবার সংস্থার অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) মো. সাজ্জাদ হোসেন এ তথ্য জানান।
সাজ্জাদ হোসেন বলেন, পুলিশ সদর দপ্তরের নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার দিনব্যাপী রংপুর মহানগরী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেট্রোপলিটন পুলিশের ছয় থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধে মোট ২৯ জনকে গ্রেপ্তার করে।
অতিরিক্ত উপপুলিশ কমিশনার আরও জানান, মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ (উত্তর ও দক্ষিণ) এবং সব থানার চেকপোস্ট সাধারণ মানুষকে ট্রাফিক আইন মানতে উদ্বুদ্ধকরণ, সচেতনতা বৃদ্ধি এবং সুনিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতকরণে কাজ করে। এ জন্য আইন অমান্যকারীদের বিরুদ্ধে মঙ্গলবার সারা দিনে ১০৮টি মামলা করা হয়।
এ ছাড়া আইন ও ট্রাফিক পুলিশের সিগন্যাল অমান্য এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২০টি যানবাহন আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে অতিরিক্ত উপপুলিশ কমিশনার জানিয়েছেন।