নীলফামারীতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুর রউফের গলায় টাকার মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত রোববার বিকেলে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের কোরানীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে চেয়ারম্যানকে টাকার মালা পড়ানোর ছবি।
অন্যদিকে জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন হলে আচরণবিধি ভঙ্গের অপরাধে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে; কিন্তু সে সময় পেরিয়ে গেছে। টাকার মালা বানিয়ে সেটি পড়ানো ঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি।
সংবর্ধিত চেয়ারম্যান আব্দুর রউফ বলেন, ‘সংবর্ধনায় বিভিন্নভাবে শুভেচ্ছা জানানো হয়। একপর্যায়ে ভালোবেসে টাকার মালা বানিয়ে আমাকে পড়িয়ে দেয়। এতে প্রায় দশ হাজারের মতো টাকা ছিল।’