হোম > ছাপা সংস্করণ

শেষ মুহূর্তে প্রচারে সরগরম

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের শেষ মুহূর্তে প্রচার চলছে। এতে ভোটের মাঠ প্রার্থীদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে। আগামী বুধবার উপজেলার তিনটি ইউপিতে ভোটগ্রহণ হবে।

গতকাল রোববার দেখা গেছে, প্রার্থী ও কর্মী-সমর্থকদের প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে ওঠে উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন এলাকা। এবারের নির্বাচনে অংশ না নিলেও স্বতন্ত্রের আড়ালে বিএনপির প্রার্থীরা মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন।

বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা ঘুম কেড়ে নিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থীদের। তবে দলমত ভুলে উন্নয়নের আশায় দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ করে নানান প্রতিশ্রুতি দিয়ে চলেছেন।

গত শনিবার সন্ধ্যায় উপজেলার শৌলমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. নজরুল ইসলামের পক্ষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, তথ্য ও গবেষণা সম্পাদক সাজেদুল ইসলাম রাজ শিকদারু, সদস্য সাজ্জাদুর রহমান সাজু তালুকদার, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি হারুনর রশিদ হারুন। এ সময় জেলা আওয়ামী লীগ ও রৌমারী উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, ‘বিভিন্ন মাপকাঠিতে যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীকেই মনোনয়ন বোর্ড নৌকা প্রতীক দিয়েছেন। দলের সব নেতা কর্মীকে নৌকার বিজয়ের জন্য কাজ করতে হবে।’ দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাধারণ ভোটারদেরও চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

রৌমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেন বিপ্লব বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। বঙ্গবন্ধুর নৌকা নিয়ে আমি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। জয় আমাদেরই হবে। আমি বিজয়ী হলে এই ইউনিয়ন থেকে মাদক ও সন্ত্রাসকে বিতাড়িত করব।’ এলাকার মানুষের জন্য বাসযোগ্য একটি সুন্দর ইউনিয়ন উপহার দেওয়ার আশ্বাস দেন তিনি।

এদিকে রৌমারী ইউনিয়ন পরিষদের বিএনপি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে উঠে পড়ে লেগেছেন উপজেলা বিএনপির নেতা কর্মীরা। নির্বাচনী সমাবেশে তুলে ধরছেন সরকার দলের অনিয়মের কথা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ