৮০০টি ইয়াবাসহ ৩ ব্যক্তিকে আটক করেছে ভোলার চরফ্যাশন থানা-পুলিশ। গত সোমবার মধ্যরাতে চরফ্যাশন পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের শরীফপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় নগদ ৪৪ হাজার টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন-মো. লিটন (৩৩), বিবি রহিমা (৩০) ও ছালেহা বেগম (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন থানার উপপরিদর্শক (এসআই) রাসেলের নেতৃত্বে পুলিশ সোমবার মধ্যরাতে চরফ্যাশন পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের শরীফপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে বিসমিল্লাহ ভবনের দ্বিতীয় তলায় ভাড়া রুম থেকে তাঁদের আটক করা হয়। তবে মূলহোতা আশরাফুল আলমকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।