খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নাগিনীছড়া এলাকার মৃণাল কান্তি ত্রিপুরার মেয়ে প্রার্থনা ত্রিপুরা। এ বছর দীঘিনালা মডেল গার্লস স্কুলের জেএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। অর্থাভাবে সে নবম শ্রেণিতে ভর্তি হতে পারছে না।
গতকাল রোববার দুপুরে প্রার্থনা ত্রিপুরার বাসায় খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার মেরুং ইউপির ১ নম্বর ওয়ার্ডের কুমোর হেডম্যান পাড়ার নাগিনীছড়া এলাকার বাসিন্দা প্রার্থনা ত্রিপুরা। বাবা দিনমজুর। অর্থাভাবে সে স্কুলে ভর্তি হতে পারছে না।
প্রার্থনা ত্রিপুরা বলেন, ‘গত ১ বছরের স্কুলের বকেয়া বাকি রয়েছে। স্কুলের পোশাক নেই। নবম শ্রেণিতে ভর্তি হতে পারছি না। এদিকে বাবা দিনমজুর। যা টাকা আয় করেন, তা দিয়ে সংসার চলে না। লেখাপড়া খরচ বহন করবেন কীভাবে? লেখাপড়া খরচ জোগাড় করতে না পারলে আমার পড়ালেখা বন্ধ হয়ে যাবে।’
প্রার্থনা ত্রিপুরার মা আপন বালা ত্রিপুরা বলেন, ‘পরিবারের ৫ জন সদস্য রয়েছে। মেয়ের বাবা দিনমজুরি করে। আবার মাঝেমধ্যে বনের কাঠ বিক্রি করে সংসারের খরচ বহন করেন। বয়স হওয়ায় কাজও করতে পারেন না। সরকারের সহযোগিতা পেলে আমার মেয়েটা পড়ালেখা চালিয়ে নিতে পারবে।’