ফেনীতে চুরির মামলায় মেহেদী হাসান বাবলুকে (২০) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ফেনী এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ বদরুল আলম মোল্লা এ তথ্য জানান।
এএসপি মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, গত বুধবার রাতে শহরের কদলগাজী রোড এলাকা থেকে মেহেদী হাসান বাবলুকে আটক করা হয়। তিনি ফেনী শহরের ৩ নম্বর ওয়ার্ড কদলগাজী এলাকার বাসিন্দা। এদিকে চুরির ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া বাবলু গত বৃহস্পতিবার বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি জানান, চুরির সময় তাঁর সঙ্গে আরও চারজন ছিলেন। তাঁদের নাম ও ঠিকানা আদালতে জানান তিনি। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ২০ নভেম্বর শহরের নাজির রোডের শাহীন ভিলার নিচতলায় এ চুরির ঘটনা ঘটে। ওই ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে মেহেদী হাসান বাবলু নামে এক তরুণকে আটক করে। এ সময় চুরি হওয়া এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি চেইন ও নগদ সাত হাজার টাকা জব্দ করা হয়।