হোম > ছাপা সংস্করণ

চোরাই গরু উদ্ধারে গিয়ে যুবক নিহত

শালিখা (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শালিখা উপজেলায় চুরি হওয়া গরু ছিনিয়ে আনতে গিয়ে সাজ্জাদ লস্কর (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। গত শনিবার মধ্য রাতে চোরাই গরুর ট্রাকের নিচে পড়ে তিনি নিহত হন। সাজ্জাদ উপজেলার আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামের মৃত সাহেব লস্কর এর ছোট ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত মধ্যরাতে সাজ্জাদ হোসেনের চাচাতো ভাই মিজান লস্করের গোয়াল ঘর থেকে গরু চুরি হয়। চোরাই গরু ট্রাকে করে নিয়ে যায় সংঘ বন্ধ একটি চোরের দল। মিজান বিষয়টি বুঝতে পেরে বাড়ির সবাইকে ডাকেন। পরে মিজান, সাজ্জাদ ও প্রতিবেশী মাসুম বিশ্বাস ওই ট্রাক অনুসরণ করে মোটরসাইকেলে পিছু নেন। মাগুরা সদর উপজেলার আসবা গ্রামের চৌরাস্তার মোড়ে পৌঁছালে গরু বোঝাই ট্রাকটি বালির বাঁধে আটকে যায়। তখন মোটরসাইকেল থেকে নেমে সাজ্জাদ লস্কর গরু বোঝাই ট্রাকে ঝাঁপিয়ে পড়েন। এ সময় চোরদের সঙ্গে তাঁদের ধ্বস্তাধ্বস্তি হয়। একপর্যায়ে সাজ্জাদ গরু বোঝাই ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই সাজ্জাদ মৃত্যু বরণ করেন। ঘটনাটি শুনে মাগুরা জেলা পুলিশ সুপার জহিরুল ইসলাম এর নেতৃত্বে সহকারী পুলিশ সুপার হাফিজুর রহমান, শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস ও শালিখা থানা ওসি তদন্ত বিশারুলসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় পুলিশ সুপার গরু চোরদের ধরতে শালিখা থানাকে নির্দেশ দেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ