হোম > ছাপা সংস্করণ

খেতজুড়ে শিমের ফুলের শোভা

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

দূর থেকে তাকালেই দেখা যায় শিমের মাচায় সবুজের সঙ্গে দুলছে রঙিন ফুল। সাদা ও বেগুনি রঙের মনোমুগ্ধকর ফুলে প্রকৃতি সেজেছে দারুণ মুগ্ধতায়। মৌসুম শুরুর আগেই এমন মনোরম দৃশ্য চোখে পড়েছে চাঁদপুরের মতলব উত্তরের বিভিন্ন শিম বাগানে।

খোঁজ নিয়ে জানা গেছে, আবহাওয়া অনুকূলে থাকায় আগাম শিম চাষ করে ভালো ফলনের সম্ভাবনা দেখছেন উপজেলার চাষিরা। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে প্রায় ২০০ হেক্টর জমিতে শিমের আবাদ হয়েছে। ইতিমধ্যে কিছু জমিতে শিম উত্তোলনও শুরু হয়ে গেছে। বাজারে বিক্রিও শুরু হয়েছে।

ছেংগারচর পৌরসভার ঢালীকান্দি গ্রামের কৃষক মোহাম্মদ আলী ও হানিরপাড় গ্রামের মামুন বলেন, মৌসুমের শুরুতেই বাজারে শাকসবজি তুলতে পারলে চাহিদা বেশি থাকে, দামও বেশি পাওয়া যায়। আগাম সবজি চাষ করতে হলে যেমন অর্থ খরচ হয়, তেমনি শ্রমও দিতে হয় বেশি।

ছেংগারচর পৌরসভার মোহাম্মদ আলী জানান, প্রতিবছরই আগাম শীতকালীন শিম চাষ করে থাকেন তিনি। এ বছরও ব্যাপকভাবে শিমের চাষ করা হয়েছে। দুই সপ্তাহ আগে থেকেই বাজারে বিক্রি করছেন ১২০ টাকা কেজি হিসেবে। শিম বিক্রি থেকে এ বছর প্রায় এক লাখ টাকা আয় হতে পারে বলে আশা করছেন তিনি।

এদিকে বর্তমানে শিমের আবাদে নানা উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন ব্যয় কিছুটা বেশি বলে জানান কৃষকেরা। বীজ লাগানোর পর থেকে এক বিঘা জমিতে শিম আবাদ করতে বীজ, সার, বাঁশ, তার, শ্রমিক, সেচ খরচ হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা।

মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন,এ বছর প্রায় ২০০ হেক্টর জমিতে শিমের আবাদ হয়েছে। ইতিমধ্যে শিম উত্তোলন শুরু হয়ে গেছে এবং বাজারে বিক্রি হচ্ছে। অসময়ে শিমের দামটা বেশি পাওয়া যায়, এ জন্য কৃষকেরা আগ্রহী এবং লাভটা ভালো পচ্ছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ