হোম > ছাপা সংস্করণ

মিথ্যা অভিযোগের বিচার চান মাসুম বাশার

সম্প্রতি উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউসে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেতা মাসুম বাশার। এ বিষয়ে তিনি শিল্পী সংঘে অভিযোগ জানিয়ে বিচার চেয়েছেন।

গত শুক্রবার উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউসে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ‘শ্বশুরবাড়িতে প্রথম দিন’ নাটকের সেটে অভিনেতা, নির্মাতাসহ প্রোডাকশন বয়ের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে জানা যায়। নির্মাতার সঙ্গে কথা-কাটাকাটির এক পর্যায়ে শুটিং হাউসে পুলিশ ডাকেন অভিনেত্রী। এ নিয়ে মাসুম বাশারের সঙ্গে কথা-কাটাকাটি হলে আবারও পুলিশে খবর দেন চমক। অভিযোগ করেন, মাসুম বাশারসহ সেটের অনেকেই তাঁকে ‘মেরে ফেলা’র হুমকি দিয়েছেন। পরে অভিনয়শিল্পী সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন হাসান চুমকি শুটিং স্পটে এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।

সেদিনের ঘটনায় পরিচালক আদিব ও সহশিল্পী আরশ খানকে দুষছেন চমক। চমক বলেন, ‘নির্মাতা আর আরশ খান চক্রান্ত করে এটা ছড়াচ্ছে। আরশ একটা সময় বন্ধুর চেয়ে বেশি কিছু হতে চায়। আমি রাজি না হওয়ায় দূরত্ব বাড়ে। সেই ক্ষোভ থেকে আরশ এটা ছড়াচ্ছে।’
চমকের এমন অভিযোগ হাস্যকর ও বানোয়াট বলে জানান আরশ খান।

অভিনয়শিল্পী, নির্মাতা ও কুশীলবদের পাল্টাপাল্টি অভিযোগে পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে। অভিনেত্রী চমকের বিরুদ্ধে ডিরেক্টরস গিল্ড, অভিনয়শিল্পী সংঘসহ একাধিক সংগঠনে অভিযোগ জানিয়েছেন নির্মাতা আদিব হাসান, অভিনেতা মাসুম বাশার, আরশ খান ও প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন। অন্যদিকে নিজের অবস্থান পরিষ্কার করতে অভিনেত্রী চমকও পাল্টা অভিযোগ জানিয়েছেন সংগঠনগুলোতে।

চমকের বিরুদ্ধে লিখিত অভিযোগে প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন জানিয়েছে, সেটে প্রোডাকশন ম্যানেজারের সঙ্গে চমকের বাজে ব্যবহারের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রোডাকশনের লোকেরা।

এদিকে এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান অভিনেতা মাসুম বাশার। সেদিনের ঘটনা নিয়ে অভিনয়শিল্পী সংঘে চমকের বিরুদ্ধে দেওয়া লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ‘চমক পুলিশের সামনে চিৎকার করে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলছিল। সেখানে তো পুলিশ আসার কথা না। আমি এই মিথ্যা অভিযোগের বিচার চাই।’

এ বিষয়ে মাসুম বাশারের সঙ্গে যোগাযোগ করা হলে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘শুটিং সেটে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। এগুলো গ্রহণযোগ্য নয়। আমার জীবনেও এমনটা দেখিনি। আমি নাকি তাঁকে মারতে যাচ্ছিলাম। চমক যতগুলো কথা বলেছেন, সবই মিথ্যা।’

মাসুম বাশার আরও বলেন, ‘আমি ঢাকা থিয়েটার থেকে শিক্ষা পেয়েছি, নাটকের সঙ্গে জড়িত হতে হলে সবার আগে ভালো মানুষ হতে হয়। এই দুরবস্থার জন্য আমরাই দায়ী। আমরা অশিল্পীকে তারকা বানানোর জন্য উঠেপড়ে লেগে যাই। শিল্পের প্রতি দায়বদ্ধতা, ভালোবাসা ও শিল্পবোধটা সবার মধ্যে থাকতে হবে। না হলে শিল্প আর শিল্প থাকবে না।’

নাজনীন হাসান চুমকি বলেছেন, ‘সেদিনের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে অনেকেই অভিনয়শিল্পীসহ কয়েকটি সংগঠনে লিখিত অভিযোগ দিয়েছেন। এটা যেহেতু আন্তসংগঠনীয় ব্যাপার, তাই সব সংগঠন মিলেই এর সমাধান করা হবে। ১৩ আগস্ট সবাই আলোচনায় বসার জন্য প্রাথমিকভাবে সময় নির্ধারণ করা হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ