ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা-পুলিশ। এ সময় একটি অটোরিকশা ও ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। গত বুধবার সন্ধ্যার দিকে কোতোয়ালি মডেল থানার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. মুক্তার হোসেন ওরফে মুক্তা, মো. রনি ওরফে কাইল্যা রনি, মো. শহিদুল ইসলাম, মো. রফিকুল ইসলাম।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, অটোরিকশাসহ একজন, মাদকসহ একজনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।