দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে আদালত চত্বরে জেলা লিগ্যাল এইড অফিসে আগত মাকে সন্তানদের মাতৃদুগ্ধ পানে সহায়তার জন্য ব্রেস্ট ফিডিং কর্নারের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের পঞ্চম তলায় এর উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা।
উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম এ তরিকুল কবির, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জজ মহিদুর রহমান, একরামুল আমিন প্রমুখ।