ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আটজন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের প্রতীক বঞ্চিত দলের তিন নেতা মেয়র পদে মনোনয়নপত্র জাম দিয়েছেন।
গতকাল বুধবার মনোনয়ন দাখিলের শেষ দিন কাউন্সিলর পদে ৬৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৮ জন মনোনয়নপত্র জমা দেন।
মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাবেক সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক এ কে এম আমানুল কাদির টুল্লু, যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছেলিমুল হক সালাম।