নোয়াখালীর সুবর্ণচরে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে করা মামলায় শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ওই ছাত্রের মা বাদী হয়ে গত সোমবার রাতে মামলা করলে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ওই শিক্ষকের নাম মাওলানা নুরুল আলম (২৫)। তিনি সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। তাঁর বাড়ি উপজেলার চরজুবিলী গ্রামে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দুই বছর ধরে ছেলেটি মাদ্রাসার আবাসিকে থেকে পড়াশোনা করছিল। গত ১৮ অক্টোবর রাতে অন্য শিক্ষার্থীরা ঘুমিয়ে পড়লে শিক্ষক নুরুল আলম ছেলেটির মুখ চেপে ধরে বলাৎকার করেন। ছেলেটি তখন কান্না শুরু করলে শিক্ষক তার মুখ চেপে ধরেন এবং ভয়ভীতি দেখান। পরে ছেলেটি ছুটি নিয়ে বাড়ি গিয়ে আর মাদ্রাসায় আসতে না চাইলে জিজ্ঞেস করে তার মা বিষয়টি জানতে পারেন। ছেলের মা-বাবা মাদ্রাসা কমিটিকে জানালে তাঁরা ঘটনার সত্যতা পান। গত সোমবার বিষয়টি এলাকায় জানাজানি হলে গ্রামের লোকজন ওই শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রের মা বাদী হয়ে মামলা করেন। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার শিক্ষককে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।