হোম > ছাপা সংস্করণ

নৌকার দুই প্রার্থীর মনোনয়ন বাতিল

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই নৌকা প্রতীকের প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। গত বুধবার রাতে তাঁদের মনোনয়ন বাতিল করা হয়। মনোনয়ন বাতিলের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী।

এর আগে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সীমান্ত কুমার বর্মণকে সদর উপজেলার ঢোলোর হাট ইউপি ও মাহাবুব আলম মুকুলকে একই উপজেলার সালান্দর ইউপি থেকে চেয়ারম্যান পদে লড়ার জন্য মনোনয়ন দিয়েছিল কেন্দ্রীয় আওয়ামী লীগ।

আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করার পর গত ২০ নভেম্বর সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে দলের মনোনয়ন সমালোচনার মুখে পড়ে।

এ বিষয়ে সীমান্ত কুমার বর্মণ আজকের পত্রিকাকে বলেন, ‘মনোনয়নপত্র দাখিলের শেষ সময় এসে দল আমাকে মনোনয়ন থেকে বঞ্চিত করেছে। মনোনয়ন বোর্ডে বাদ দিলে কষ্ট পেতাম না।’

এ দিকে দলীয় মনোনয়ন বাতিল হওয়া বর্তমান সালান্দর ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম মুকুলকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী বলেন, ‘কোন অভিযোগের প্রেক্ষিতে ওই দুই ইউপির চেয়ারম্যান প্রার্থীর দলীয় মনোনয়ন কেনও বাদ দেওয়া হলো এ বিষয়টি আমার জানা নেই। নতুন করে ঢোলোর হাট ইউপি থেকে অখিল কুমার ও সালান্দর ইউপি থেকে আবু দাইয়াম জনিকে মনোনয়ন দেওয়া হয়েছে।’

এদিকে গতকাল দুপুরে পুনরায় নৌকার মনোনয়ন দেওয়ার দাবিতে ঠাকুরগাঁও-রুহিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সীমান্ত কুমার বর্মণের সমর্থকেরা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ