হোম > ছাপা সংস্করণ

শতবর্ষী ডেকটি উদ্ধার হয়নি চারদিনেও

মাদারীপুর ও শিবচর প্রতিনিধি

শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মগড়া পুকুরপাড় গ্রামের খবির উদ্দিন মৌলভীর বাড়ির প্রাচীন নিদর্শন শত বছর আগের পিতলের ডেক চুরির চার দিন পার হলেও তা উদ্ধার হয়নি। ডেকটি চুরির ঘটনায় শিবচর থানার মামলা হলেও কাউকে আটক করা হয়নি।

গত ২১ অক্টোবর ভোর রাত ৩টার দিকে স্থানীয় এক বাড়ির সিসিটিভি ক্যামেরার অস্পষ্ট ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায়, একটি ব্যাটারিচালিত ভ্যানে কাপড় দিয়ে ঢেকে ৩ থেকে ৪ জন লোক নিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, ভ্যানে করেই ডেকটি চুরি করে নিয়ে যায় চোরচক্র। সিসি টিভির ফুটেজ সংগ্রহ করেছে শিবচর থানা-পুলিশ। পরের দিন ২২ অক্টোবর সকালে শিবচর থানার ওসি মিরাজ হোসেনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার ফজরের নামাজের সময় মৌলভী বাড়ির পীর মরহুম খবির উদ্দিন মৌলভীর নাতি হাবিব মুন্সী মসজিদে এসে দেখেন ডেকটি নেই। ডেক যেখানে রাখা ছিল ওই ঘরের একটি খুঁটি ভেঙে ডেকটি কে বা কারা চুরি করে নিয়ে গেছে। বাড়ির সকলকে বিষয়টি জানিয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে শুক্রবার সকালে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ স্থানীয় এক বাড়ির সিসিটিভি ক্যামেরার অস্পষ্ট ফুটেজ পর্যবেক্ষণ করে দেখতে পায় ভোর রাত ৩টার দিকে একটি ব্যাটারিচালিত ভ্যানে করে কাপড়ে ঢাকা ডেক সদৃশ কিছু একটা নিয়ে যাচ্ছে ৩ থেকে ৪ জন লোক। এ ঘটনায় হাবিব মুন্সী বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জনকে আসামি করে মামলা করেন। কিন্তু এখনো কাউকে আটক করা যায়নি।

এ ব্যাপারে পীর মরহুম খবির উদ্দিন মৌলভীর নাতি হাবিব মুন্সী বলেন, ‘স্থানীয় একটি বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে শিবচর থানা-পুলিশকে দেওয়া হয়েছে। সেখানে ডেকটি নিয়ে যাওয়ার ফুটেজ আছে। কিন্তু এখনো কাউকে আটক করা যায়নি। ডেকটিও উদ্ধার করা যায়নি। পুলিশ একটু কঠোরভাবে চেষ্টা করলে ডেকটি উদ্ধার করা যায়।’

এ ব্যাপারে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসাইন জানান, ‘সিসিটিভির ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে রাতে চুরি হওয়ার কারণে শনাক্ত করতে কষ্ট হচ্ছে। তবুও চেষ্টা করা হচ্ছে ডেকটি উদ্ধারের। স্থানীয়দের সহযোগিতার কথা বলা হয়েছে।’

উল্লেখ্য, আধ্যাত্মিক শক্তি সম্পন্ন মরহুম মাওলানা খবির উদ্দিন আহমেদ আল কাদেরী প্রায় এক শ বছর আগে বাগদাদ থেকে এই ডেকটি এনেছিলেন। তাঁর মাজারের পাশে একটি খোলা ঘরে দর্শনার্থীদের জন্য ডেকটি রাখা ছিল।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ