শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক নারী। গত রোববার সন্ধ্যায় উপজেলার নালিতাবাড়ী-হালুয়াঘাট সড়কের ভালকাকুড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম বিপ্লব হোসেন (৩০)। তিনি শেরপুর পৌরশহরের বাগরাকসা এলাকার বাসিন্দা। আহত রেহেনা বেগম (৪৫) ভালকাকুড়া গ্রামের আলী হোসেনর স্ত্রী।
পুলিশ জানায়, বিপ্লব মোটরসাইকেলে নালিতাবাড়ী হয়ে হালুয়াঘাটের দিকে যাচ্ছিলেন। ভালুকাকুড়া পৌঁছালে রেহেনা বেগম মোটরসাইকেলের সামনে পড়েন। তাঁকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গিয়ে ঘটস্থলেই নিহত হন বিপ্লব। আহত হন রেহেনা। তাঁকে ময়শনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহামেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।