খাগড়াছড়ির রামগড় পৌরসভা নির্বাচনে সংরক্ষিত ৩ নারী কাউন্সিলর পদে পুরোনোদের ওপর আস্থা রেখেছেন ভোটারেরা। নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ে প্রায় দ্বিগুণ ভোট পেয়ে জয়ী হয়েছেন তাঁরা। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে এই অবস্থা দেখা গেছে।
পৌরসভার ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন গতবারের নির্বাচিত বিবি আয়েশা। চশমা প্রতীকে তিনি পেয়েছেন ২ হাজার ৬১৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সীমা ত্রিপুরা আনারস প্রতীকে পেয়েছেন ৯১৬ ভোট।
একইভাবে ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে জবা ফুল প্রতীকে নির্বাচিত হয়েছেন কনিকা বড়ুয়া। তিনি পেয়েছেন ২ হাজার ৫৬৬ ভোট। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী শাহনাজ বেগম আনারস প্রতীকে পেয়েছেন ১ হাজার ১ ভোট।
এ ছাড়া ৭, ৮ ও ৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে তৃতীয়বারের মতো নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আনোয়ারা বেগম। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ২ হাজার ৬০৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পারভীন আক্তার জবাফুল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬৭৩ ভোট।
গত মঙ্গলবার রামগড় পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ করা হয়। ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান।
নির্বাচন অফিস সূত্রমতে, রামগড় পৌরসভায় মোট ভোটার ২০ হাজার ৮৮৬ জন। মঙ্গলবার পৌরসভায় ৯টি ভোটকেন্দ্র ৬৪টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হয়।