হোম > ছাপা সংস্করণ

টিকা নেওয়ার আগেই অগ্রিম সনদ

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

মনোহরদীতে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজ না নিয়েও মিলেছে টিকার সনদ। ঘটনাটি ঘটেছে মনোহরদী পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত নিজাম উদ্দীনের ছেলে মো. আলাউদ্দীনের সঙ্গে।

আলাউদ্দীন জানান, তিনি গত ৭ আগস্ট মনোহরদী পৌরসভার টিকাদান কেন্দ্র থেকে করোনার প্রথম ডোজের টিকা গ্রহণ করেন। সেখানে তার দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের তারিখ নির্ধারিত হয় ৮ সেপ্টেম্বর।

তিনি জানান, নির্ধারিত তারিখে কেন্দ্রে গিয়ে তিনি জানতে পারেন, তার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়ে গেছে। এ পরিস্থিতিতে হতভম্ব আলাউদ্দীন বাড়ি ফিরে আসেন। পরবর্তীতে তার মোবাইল ফোনে একটি ম্যাসেজ আসে। যাতে বলা হয়, তার উভয় ডোজের টিকাদান সম্পন্ন হয়েছে। এ মর্মে তার নামে একটি সনদও ইস্যু করা হয়।

সনদটির প্রিন্ট কপি তুলে দেখা যায়, তিনি করোনার ভ্যাকসিন উভয় ডোজ গ্রহণ করেছেন ও এ সংক্রান্ত একটি সনদ লাভ করেছেন। তবে দেখা যায়, তার প্রথম ডোজের টিকা গ্রহণের তারিখ আর সনদে উল্লেখিত তারিখ এক নয়। আর দ্বিতীয় ডোজের টিকা না নিলেও দ্বিতীয় ডোজ গ্রহণের একটি কল্পিত তারিখ উল্লেখ করা হয়েছে তাতে। সনদে সেটি ১৩ সেপ্টেম্বর।

এ বিষয়ে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শামীম আহমেদ বলেন, ‘এতে অসুবিধা নেই। অগ্রিম সনদ চলে এসেছে, এখন টিকা নিলেই হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ