হোম > ছাপা সংস্করণ

আবহাওয়া বদলে নানা রোগের প্রাদূর্ভাব

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

আবহাওয়া পরিবর্তনের কারণে মেহেরপুরের গাংনীতে শিশুসহ সব বয়সী মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। গাংনী হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ঠান্ডাজনিত রোগীর ভিড় লক্ষ করা গেছে।

সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, আউটডোরে রোগীদের দীর্ঘ সারি। কিছু রোগী প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যাচ্ছেন আবার কেউ কেউ ভর্তি হয়ে থাকছেন। চিকিৎসকেরা চিকিৎসা দেওয়ার পাশাপাশি সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন।

ছেলের চিকিৎসা নিতে আসা তানিয়া সুলতানা বলেন, ‘ছেলেকে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছি। ঠান্ডা ও সর্দি লেগেছে ওর। আবহাওয়া পরিবর্তনের কারণে এ সব রোগ দেখা যাচ্ছে। স্থানীয় কোনো দোকান থেকে ওষুধ না নিয়ে সরাসরি হাসপাতালে এসেছি। ডাক্তারের পরামর্শ নিয়েই ওষুধ খাওয়াব।

চিকিৎসা নিতে আসা মরিয়ম খাতুন জানান, আবহাওয়া পরিবর্তনের কারণে ঠান্ডা, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিয়েছে। তাই দেরি না করে হাসপাতালে চলে এসেছি। গ্রামে অনেক লোকেরই সর্দি, জ্বর ও কাশি হচ্ছে। হাসপাতালে এসে দেখছি এই ধরনের রোগী অনেক। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে এ ধরনের রোগ গুলো বৃদ্ধি পাচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসান শাওন জানান, আবহাওয়ার পালাবদলে বিভিন্ন রোগ সক্রিয় হয়ে ওঠে। সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। রোগ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ