জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ইউপি চেয়ারম্যান সামস্ উদ্দিনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
গত মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়।
জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সামস্ উদ্দিন এবারের ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হন। তার পরিবর্তে আশরাফুল আলম মানিককে দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ।
চেয়ারম্যান সামস্ উদ্দিন বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনে নির্বাচন অফিসে জমা দেন। শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় তাকে বহিষ্কার করা হয়।