হোম > ছাপা সংস্করণ

স্কুলের জায়গা উদ্ধারে অবরোধ শিক্ষার্থীদের

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রওশন আরা জলিল বালিকা উচ্চবিদ্যালয়ের জায়গা দখলমুক্ত করতে মানববন্ধন ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ জেলা মহিলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আনার কলি স্কুলের জায়গা দখল করে আছেন।

গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার আশুগঞ্জ রেলগেট এলাকায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা এই মানববন্ধনসহ অবরোধে অংশ নেন।

পরে শিক্ষার্থীরা স্কুলের সামনের ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে এই সড়কে চলাচলকারীরা দুর্ভোগে পড়েন।

রওশন আরা জলিল বালিকা উচ্চবিদ্যালয়ের ভূমি লিজ গ্রহণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও স্কুলের অভিভাবক সদস্য আবু মোছার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আতাউর রহমান, মোহাম্মদ খলিল, ফেরদৌস আলম, সেলিম রেজাসহ স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা। এ ছাড়া তাঁদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য মুজিবর রহমান, আশুগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান সরকার, যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সরকার কামরুজ্জামান, অভিভাবক মাসুদ সরকার প্রমুখ।

মানববন্ধনে শিক্ষার্থীরা জেলা মহিলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আনার কলির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় এবং অবৈধভাবে দখল থেকে স্কুলের জায়গা উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা মহিলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আনার কলি বলেন, ‘যে জায়গায় আমি আছি, সেটি আমার শ্বশুরালয়ের জায়গা। এখানে স্কুলের বা অন্য কারও কোনো জায়গা নেই। আমি কোনো জায়গা অবৈধভাবে দখল করিনি।’

স্কুল শিক্ষার্থী ও অভিভাবকদের করা মানববন্ধন নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘এসব বিষয়ে আমার কোনো কিছু জানা নেই।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ