দশক পূর্তিতে যশোরের দশ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে সাংস্কৃতিক সংগঠন পুনশ্চ।
গত সোমবার সন্ধ্যায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাঁদের এ সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে সাংস্কৃতিক সংগঠন পুনশ্চর দশক পূর্তিও উদ্যাপন করা হয়।
সংবর্ধনাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তোফাজ্জেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, বীর মুক্তিযোদ্ধা ডা. ইয়াকুব আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর হেলাল, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল এবং বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আয়নাল হোসেন।