কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিওইউডিএস) ২০২২-২৩ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আল নাঈমকে। সাধারণ সম্পাদক করা হয়েছে আইন বিভাগের শিক্ষার্থী মো. তরিকুল ইসলামকে।
গত বৃহস্পতিবার রাত ১০টায় জুম মিটিংয়ে ডিবেটিং সোসাইটির বর্তমান মডারেটর মো. মঈনুল হাসান, বিদায়ী সভাপতি দীপ্তব্রত দাস ও সাধারণ সম্পাদক জোবায়ের হোসাইন ১৯ সদস্যের এই কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের এরিজোনা স্টেট ইউনিভার্সিটির পিএইচডি গবেষক ও ডিবেটিং সোসাইটির সাবেক মডারেটর মো. আসাদুজ্জামান, সাবেক কমিটির সভাপতি ফারিদ মুস্তাকিম প্রমুখ।
কমিটির অন্যান্য পদের মধ্যে সহসভাপতি মো. হাবিবুর রহমান (প্রশাসন) ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ রাসেল মিঞাকে দায়িত্ব দেওয়া হয়েছে।