হোম > ছাপা সংস্করণ

স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুলাদী প্রতিনিধি

মুলাদীতে রিফাত নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের মৌলভি আব্দুল ছালাম হাওলাদারের বাড়ি থেকে তার নাতি রিফাতের মরদেহ উদ্ধার করা হয়। রিফাত চরলক্ষ্মীপুর গ্রামের প্রবাসী নাজমুল হাসানের ছেলে। সে চরলক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

রিফাত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বরে দাবি করেছেন তাঁর মা। প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় সে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করেছেন তারা। পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছেন।

রিফাতের মা শিখা বেগম জানান, কয়েক দিন ধরে তাঁর ছেলে মানসিক যন্ত্রণায় ভুগছিল। রাগের বসে মাঝে মধ্যে নিজের হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করত। কিছুদিন আগে বিদ্যালয়ের এক ছাত্রীকে পছন্দ করে এবং বিয়ে করতে চায়। কিন্তু বয়স কম হওয়ায় পরিবারের সবাই তাকে অপেক্ষা করতে বলে। নাছোড়বান্দা রিফাত জেদ ধরে। গত সোমবার সে লাঠি নিয়ে দাদা মৌলভি আব্দুল ছালাম হাওলাদারকে খুঁজতে থাকে। বিকেলে ঘোষণা দেয় দাদাকে মেরে ফেলবে না হলে নিজে মারা যাবে। নাতির মানসিক অবস্থা দেখে আব্দুল ছালাম হাওলাদার সোমবার বিকেলে মেয়ের বাড়িতে বেড়াতে যান।

শিখা বেগম আরও জানান, সোমবার বিকেল থেকে তাঁর ছেলেকে নজরে রাখেন। গভীর রাতে ছেলে ঘুমিয়ে গেলে ছোট ছেলের কাছে যান। পরে সেখানে ঘুমিয়ে পড়েন। সকালে রিফাতের কক্ষে গিয়ে আড়ার সঙ্গে ঝুলন্ত দেখতে পান। ভোর রাতের দিকে রিফাত ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা তাঁর।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাকসুদুর রহমান বলেন, ‘রিফাত পরিবারের সদস্যদের সঙ্গে অভিমানের কারণে আত্মহত্যা করতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো। প্রতিবেদন এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ