ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী এলমা চৌধুরী মেঘলা (২৪) হত্যার ঘটনায় তাঁর স্বামী ও স্বামীর পরিবারের সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ধামরাইয়ের নিরাপদ সড়ক চাই, অঙ্কুর, স্বপ্নডানা, রক্ত সৈনিক, সচেতন নাগরিক সমাজ, ইচ্ছে আলো, কালের কণ্ঠের শুভ সংঘসহ বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার লোকজন অংশ নেন।
মানববন্ধনে নিহত এলমা চৌধুরী মেঘলার বাবা, ধামরাইয়ের বাসিন্দা সাইফুল ইসলাম চৌধুরী বলে, ‘আমার মেয়েকে তার স্বামী ও পরিবারের লোকজন নির্যাতন করে মেরে ফেলেছে। তার শরীরে আঘাতের একাধিক চিহ্ন আছে। আমি হত্যাকারীদের কঠিন শাস্তি দাবি করছি, যেন আরও কোনো মেয়ে তার শ্বশুরবাড়িতে এমন ঘটনার সম্মুখীন না হয়।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক মাহমুদ ইকবাল, এশিয়ান ইউনিভার্সিটির শিক্ষক ড. আলতাফ হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে এলমা চৌধুরী মেঘলার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার রাতেই নিহতের এলমার স্বামী ইফতেখার আবেদীন এবং তাঁর শ্বশুর ও শাশুড়িকে আসামি করে বনানী থানায় হত্যা মামলা করেন। সে মামলায় তিন দিনের রিমান্ডে আছেন ইফতেখার।