নোয়াখালীর চাটখিল উপজেলার ৮ নম্বর নোয়াখলা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওই ইউপির নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মিজানুর রহমান ভূঁইয়া জানান, উপজেলা নির্বাচন অফিস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখলা ইউপি নির্বাচনের ওপর উচ্চ আদালত ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছিলেন। কিন্তু ওই আদেশ বাতিল করে এবার নির্বাচন করার আদেশ দেন। অর্থাৎ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ থেকে নির্বাচন স্থগিত করা হয়েছিল। ওই অবস্থা থেকে আবার নির্বাচন কার্যক্রম শুরু হবে।
নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন জানান, নোয়াখলা ইউপির নির্বাচন করতে আর আইনি ঝামেলা নেই। ২৪ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২৫ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং আগামী ১০ জানুয়ারি ওই ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে উপজেলার অন্য সব ইউপির সঙ্গে ৫ জানুয়ারি নোয়াখলা ইউপিরও নির্বাচন হওয়ার কথা ছিল।