হোম > ছাপা সংস্করণ

কাগজ দিয়ে মেঘ বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এখন হঠাৎ হঠাৎ বৃষ্টি পড়তে শুরু করে হুড়মুড়িয়ে। জানালা দিয়ে বৃষ্টি পড়া দেখতে ভালো লাগে, তাই না? আচ্ছা, কেমন হয় যদি এই মেঘ ও বৃষ্টিকে দেয়ালে আটকে রাখা যায়?

এর জন্য খুব বেশি কিছু লাগবে না। শুধু রঙিন কাগজ, গ্লিটার পেপার, পেনসিল, মোটা কাগজের কার্টন, অ্যান্টিকাটার, গ্লু, কাঁচি হলেই মেঘ-বৃষ্টিকে দেয়ালে ঝুলিয়ে রাখা যাবে।

প্রথমে একটি নীল রঙের কাগজ একপাশ থেকে ভাঁজ করে নাও। সেখানে পেনসিল দিয়ে অনেক হৃদয় এঁকে নাও। এরপর কাঁচি দিয়ে সাবধানে সব হৃদয় কেটে নাও। এবার ছোট ও বড়, অর্থাৎ অসমান আকৃতির কয়েকটি চিকন দড়ি বা সুতা নাও। এরপর প্রতিটি সুতায় কেটে রাখা হৃদয়গুলো বসিয়ে গ্লু দিয়ে আটকে দাও। হয়ে গেল বৃষ্টি।

এবার মেঘ বানানোর পালা। বাসায় যদি মোটা কাগজ কিংবা কার্টন থাকে, তাহলে মেঘের মতো করে কেটে নাও। এটা অ্যান্টিকাটার দিয়ে কাটতে হবে। এবার একইভাবে নীল গ্লিটার পেপার কেটে নাও। কার্টনের ওপর মেঘের মতো করে কেটে নেওয়া নীল গ্লিটার পেপারটি আঠা দিয়ে লাগিয়ে নাও। এবার তার নিচে লাভ আকারের সুতাগুলো আঠা দিয়ে লাগিয়ে নাও। সবশেষে ওপরের দিকে সুতা লাগিয়ে ঘরের দেয়ালে ঝুলিয়ে দাও।

দেখো তো, এবার তোমার দেয়ালে মেঘ আর বৃষ্টি আটকে আছে কি না।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ