গোলাপগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সুনাম আহমদ (২৪) নামে এক পথচারী তরুণ নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে সিলেট নর্থ ইস্ট হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে দুপুরে সিলেট-জকিগঞ্জ সড়কে নয়া মসজিদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুনাম আহমদ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের দক্ষিণ মাইজভাগ রফিপুর গ্রামের জুনাব আলীর ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুনাম আহমদ বাড়ি থেকে প্রতিদিনের মতো বের হন। দুপুর ১২টার দিকে নয়া মসজিদ এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এ সময় তাঁকে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তিও আহত হন। আশপাশের মানুষ তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।