মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সাংবাদিক সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার সকালে হাজীগঞ্জ বাজারের একটি হোটেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে এ সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারি।
সাধারণ সম্পাদক রহিম বাদশার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সাংসদ রফিকুল ইসলাম বীর উত্তম।
সভার শুরুতে চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী ও শাহ মোহাম্মদ মাকসুদুল আলমসহ প্রয়াত সাংবাদিকদের স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালন ও বিশেষ দোয়া করা হয়।