হোম > ছাপা সংস্করণ

লংগদুতে সড়কে সৌর বিদ্যুতের বাতি

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির লংগদু উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন সড়কে সৌর বিদ্যুৎ বাতি বসানো হয়েছে। বগাচতর, গুলশাখালী ও ভাসাইন্যাদম এই তিনটি ইউনিয়নের জনসাধারণের চলাচলের সুবিধার্থে সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এসব সৌরবিদ্যুৎ বাতি বসানো হয়।

গত শুক্রবার সন্ধ্যায় লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার বগাচতর ইউনিয়নের চাইল্যাতলী বাজার এলাকায় রিমোটের সুইচ চেপে সৌরবিদ্যুৎ বাতি আলো জ্বালানোর মধ্য দিয়ে এ প্রকল্পের কাজ উদ্বোধন করেন। এ সময় এলাকার ওয়ার্ড সদস্য ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় আব্দুল বারেক সরকার জানান, উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পে (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও জাইকার অর্থায়নে উপজেলার তিনটি ইউনিয়নে ৪৮টি বাতি স্থাপন করা হয়েছে। সৌর বিদ্যুৎ বাতি স্থাপনের ফলে এলাকাবাসীরা রাতের অন্ধকারে সড়ক পথে যাতায়াতে বন্য হাতির আক্রমণ থেকে রক্ষাসহ নির্বিঘ্নে চলাচল করতে পারবে।

স্থানীয় বাসিন্দারা এ ধরনে আরও বাতি স্থাপনের দাবি জানালে পর্যায়ক্রমে বরাদ্দ পেলে এ রকম আরও সোলার বাতি স্থাপন করা হবে বলে তিনি আশ্বাস দেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ