নড়াইলের লোহাগড়া উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী শিকদার তানভীর আহম্মেদ তপু (১৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। উপজেলার চাচই সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে গত মঙ্গলবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিকদার তানভীর আহম্মেদ তপু লোহাগড়া পৌরসভার নিউ লোহাগড়া এলাকার ইতনা স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক শিকদার মহব্বত হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, শিকদার তানভীর আহম্মেদ তপুসহ তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। তারা উপজেলার চাচই সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় পৌঁছালে ইটের খোয়া বোঝাই ট্রাক্টের ধাক্কায় মোটরসাইকেলের পিছন থেকে ছিঁটকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বিকেল ৫টার দিকে সে মারা যায়।
এ ঘটনায় কোনো অপমৃত্যুর মামলা হয়নি বলে জানা গেছে।