বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি নতুন অ্যাম্বুলেন্স বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে স্বাস্থ্য কমপ্লেক্স।
স্থানীয় সাংসদ আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) আরশাদ হোসেন এবং আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাজমুল হুসাইনের হাতে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, পৌর মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল, বদরগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি সরওয়ার জাহান মানিক, প্রতিষ্ঠাতা সভাপতি সুশীল আগরওয়ালা প্রমুখ।