নাটোরের নলডাঙ্গায় গভীর রাতে ঘাসমারা ওষুধ ছিটিয়ে হাফিজুল ইসলাম নামের এক কৃষকের দুই বিঘা পেঁয়াজের খেত নষ্ট করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার নলডাঙ্গা থানায় অভিযোগ করেছেন ওই কৃষক।
ক্ষতিগ্রস্ত ওই কৃষকের নাম হাফিজুল ইসলাম। তিনি উপজেলার সরকুতিয়া গ্রামের বাসিন্দা।
কৃষক হাফিজুল ইসলাম বলেন, উপজেলার সরকুতিয়া গ্রামের কৃষক হাফিজুল ইসলাম নিজের ১ বিঘা জমির সঙ্গে আরও ১ বিঘা জমি লিজ নিয়ে পেঁয়াজের চারা ও পেঁয়াজ রোপণ করেন। কিন্তু গত বৃহস্পতিবার রাতে শত্রুতা করে ঘাসমারা ওষুধ প্রয়োগ করে দুর্বৃত্তরা। কয়েক দিন পর দুই বিঘা জমির লাগানো পেঁয়াজের চারা ও পেঁয়াজ পচন ধরে নষ্ট হতে শুরু করে। এ ছাড়াও জমির পাশে ঘাসমারা ওষুধের খালি বোতল পাওয়া যায়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার ক্ষতিগ্রস্ত কৃষক তাঁর সাড়ে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে নলডাঙ্গা থানায় অভিযোগ করেন তিনি।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছেন তিনি। তদন্ত করে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।