নোয়াখালীর চাটখিল পৌরসভার গাড়ি অবহেলায় নষ্ট হচ্ছে। দীর্ঘদিন পড়ে থাকলেও এসব গাড়ি রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে না। এতে সরকারের কোটি কোটি টাকার গাড়ি অকেজো হয়ে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সরেজমিনে দেখা যায়, মহিলা কলেজের সামনে রাস্তা সমান করার রোলার, উপজেলা মসজিদের সামনে ময়লা ফেলার এসকেভটের (ভেকু), থানার সামনে রোলার ও উপজেলা পরিষদের সামনে হাইড্রোলিক ট্রাক খোলা জায়গায় পড়ে আছে। এ গাড়িগুলোর কোনো ব্যবস্থা না করা হলে সম্পূর্ণ অকেজো হয়ে যাবে। এতে সরকারের কোটি কোটি টাকা গচ্চা যাবে।
পৌরসভার বাসিন্দা শাহাদাৎ হোসেন হৃদয়, মেহেদী হাসান ও ইমতিয়াল হোসেন। তাঁরা বলেন, ব্যবস্থাপনার অভাবে কোটি টাকার এসব মালামাল নষ্ট হয়ে যাচ্ছে।
এ ব্যাপারে পৌর মেয়র নিজাম উদ্দিন বলেন, ‘আমি মাত্র দায়িত্ব নিয়েছি। এসব গাড়ি ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ না করে ২-৩ বছর আগে থেকে অকেজো করে রাখা হয়েছে।’