২০১৮-১৯ মৌসুমে আতলেতিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় এসেছিলেন আঁতোয়ান গ্রিজমান। তবে কাতালান ক্লাবটিতে এসে নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। দুই মৌসুম পর তাই ধারে আবার আতলেতিকো ফিরে আসেন। তবে ‘ঘরে’ ফিরেও অবস্থার খুব একটা পরিবর্তন আসেনি। কিছু দিন ধরে অচেনা হয়েছিলেন এই ফরাসি তারকা। অবশেষে বার্সা ছেড়ে আতলেতিকোতে যাওয়ার পর প্রথম গোল পেলেন গ্রিজমান।
পরশু রাতে লেভান্তের বিপক্ষে প্রথমার্ধের ১২ মিনিটে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। তবে গ্রিজমানের গোলের পরও জয় পায়নি তাঁর আতলেতিকো। ম্যাচের অন্তিম মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে ড্র করে লেভান্তে। ২-২ গোলের এই ড্রয়ে লিগের পয়েন্ট টেবিলের ছয়ে নেমে গেছে আতলেতিকো। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১৯। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল সোসিয়েদাদ।
এই ম্যাচে আতলেতিকো আরও একটি ধাক্কা খেয়েছে। লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন দলের কোচ দিয়েগো সিমিওনে।