শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দৌলতপুরের ধামস্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদকে বহিষ্কার করেছে ইউনিয়ন আওয়ামী লীগ।
গত শনিবার রাতে ধামস্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অসদাচরণ, নৈতিক ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ধামস্বর ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুস সামাদকে তাঁর সভাপতির পদ থেকে বহিষ্কার করা হলো।
ধামস্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, ‘৬ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুস সামাদের বিরুদ্ধে অনেক অভিযোগ পেয়েছেন। তাঁকে অনেকবার সতর্ক করা হয়েছে, কিন্তু তিনি কারও কথা না শুনে বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত থাকেন। ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপজেলা ও জেলা আওয়ামী লীগের সঙ্গে আলাপ-আলোচনা করে তাঁকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।