নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের একটি কেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনতাই ও সিল মারার অভিযোগে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। গত রোববার দুপুরে উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও মিশনারি স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাচন অফিসার এ কে এম মুসা বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, গত রোববার বেলা ২টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও মিশনারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অপরিচিত কয়েক ব্যক্তি ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করেন। এ ঘটনায় ওই কেন্দ্র উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে ভোটগ্রহণ স্থগিত করা হয়। এ ছাড়া কৈলাটি ইউনিয়নের বেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক ব্যক্তি স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নিয়ে নৌকার মনোনীত প্রার্থীর মেয়েকে মানহানি করার চেষ্টা করলে এলাকাবাসী তাঁকে মারধর করেন।